Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

কত মার্কে কোন কলেজ আসবে ? SSC 2024 | ফাহাদ স্যার | Team FT

Follow
Fahads Tutorial

#hsc26

HSC 2026 | PCMB Course | Cycle 01 এ ভর্তি বিজ্ঞপ্তি
প্রিয় এইচ এস সি ২০২৬ ব্যাচ, সবেমাত্র রেজাল্ট টা হাতে পেয়েছো, ইন্টারমিডিয়েটে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4 টা সাবজেক্টের সুবিশাল লেখাপড়া শুরু হোক আমাদের সাথে

⏰ কোর্সের মেয়াদ:
২ জুন ২০২৪ থেকে ২ অক্টোবর ২০২৪ পর্যন্ত
অধ্যায়ভিত্তিক শিক্ষক ও অধ্যায়ের বিবরণ:
জীববিজ্ঞান পড়াবেন ফাহাদ স্যার:
Course Plan:
উদ্ভিদবিজ্ঞান যে অধ্যায়গুলো পড়াবো:
অধ্যায় ০১: কোষ ও এর গঠন
অধ্যায় ০২: কোষ বিভাজন
অধ্যায় ০৩: কোষ রসায়ন
অধ্যায় ০৪: অনুজীব
প্রাণিবিজ্ঞান যে অধ্যায়গুলো পড়ানো হবে:
অধ্যায় ০১: প্রাণিবৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস
অধ্যায় ০২: প্রাণি পরিচিতি (হাইড্রা)
রসায়ন পড়াবেন: সাকিব স্যার, মুজাহিদ স্যার ও মামুন স্যার:
রসায়নঃ ১ম পত্রঃ
অধ্যায় ০১: ল্যাবরেটরীর নিরাপদ ব্যবহার
অধ্যায় ০২: গুনগত রসায়ন
রসায়নঃ ২য় পত্রঃ
অধ্যায় ০১: পরিবেশ রসায়ন
পদার্থবিজ্ঞান পড়াবেন: ৪ জন
পদার্থবিজ্ঞান প্রথম পত্র :
অধ্যায় ০২ : ভেক্টর
অধ্যায় ০৩ : গতিবিদ্যা
অধ্যায় ১০ : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র :
অধ্যায় ০১ : তাপগতিবিদ্যা
অধ্যায় ০২ : স্থির তড়িৎ
উচ্চতর গণিত প্রথম পত্র:
অধ্যায় ০১ : ম্যাট্রিক্স ও নির্ণায়ক
অধ্যায় ০২ : ভেক্টর
অধ্যায় ০৩ : সরলরেখা
উচ্চতর গণিত ২য় পত্র:
অধ্যায় ০১ : বাস্তব সংখ্যা
অধ্যায় ০৩ : জটিল সংখ্যা
ক্লাসের সময়: ২ জুন থেকে ক্লাস শুরু হবে । প্রতি সপ্তাহে প্রতি সাবজেক্টে ২/৩ টি ক্লাস হবে
প্রতি ক্লাস শেষে / অধ্যায় শেষে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী পরীক্ষা হবে এবং তোমার স্কোর তুমি পরীক্ষা দিয়েই জেনে যাবে । প্রতিটি অধ্যায়ের উপর ব্যাপ্তি অনুসারে ৫১২ টি বা তার বেশি ক্লাসও হতে পারে । অধ্যায়ের বেসিক পড়িয়ে সৃজনশীল ও বহুনির্বাচনী সমাধান করানো হবে
দীর্ঘ ৪ মাস ব্যাপি এ কোর্সে প্রতি বিষয়ে সপ্তাহে ২ টি করে ক্লাস হবে । প্রতি সাবজেক্টে প্রায় ৪৮ টি থেকে ৬২ টি ক্লাস হবে যা ফেসবুক লাইভে আমরা পড়াবো, ইন শা আল্লাহ ।
অনুরোধ সমূহ
১. bKash/ Nagad এ course fee আগে দিয়ে Google Form Fill up করবে । গ্রুপে রিকোয়েস্ট দেয়ার পরে তোমার রিকোয়েস্ট Accept হলে Notification চলে যাবে তোমার কাছে ,রিকোয়েস্ট একসেপ্ট করতে সময় লেগে যায়, কারণ অনেক রিকোয়েষ্ট থেকে চেক করে ভর্তি হতে হয় ।
২. গুগল ফর্মটা অবশ্যই সঠিকভাবে ফিলাপ করবে ।
৩. Bkash/ Nagad নাম্বারটি পারসোনাল, সুতরাং অবশ্যই Send Money করতে হবে।
৪. এই সামগ্রিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হবার আগে অবশ্যই মানবিক হবার আবেদন করছি। শারীরিক সুস্থতা এবং নানাবিধ অনেক কারণে জীবনে নানা পরিবর্তন আসে । যদি ক্লাশ কখনো মিস হয়ে যায় তা Make Up করানোর চেষ্টা থাকবে।
কেউ যদি কোন ধরণের অপ্রত্যাশিত আচরণ করো বা আজেবাজে কোন কমেন্ট করো তাহলে আইডি ডিলিট বা ব্যান হয়ে যাবে।
বিশেষ দ্রষ্টব্য: কোর্স ফি অফেরতযোগ্য এবং জরুরী প্রয়োজন হলে : +88 1601 92 92 44

✅ভর্তি প্রক্রিয়া: এই তিনটি কাজ সম্পন্ন হলেই ভর্তি কার্যকর হবে
Group এ Join Request দিবে আগে,
Send Money করতে হবে,
Form Fill Up করতে হবে।
ফিজিক্স =১০২০/
কেমিস্ট্রি =১০২০/
ম্যাথ = ১০২০/
বায়োলজি = ১০২০/
কোর্স ফি: মোট কোর্স ফি = ৪০৮০/
তোমরা চাইলে আলাদা করে একটি কোর্স/দুইটি একসাথে/তিনটি একসাথেও করতে পারবে । গ্রুপ সংখ্যা ৪ টি । তোমরা যে গ্রুপে / গ্রুপগুলোতে পড়তে চাও , সেই অনুসারে কোর্স ফি দিয়ে গ্রুপে জয়েন রিকোয়েষ্ট দিবে ।
কোর্স ফি দেয়ার বিকাশ/নগদ নাম্বার তিনটি:
01875 76 99 28 (bkash+ nagad Personal)
01671 46 56 59 ( bkash + Nagad Personal)
01608 97 47 54 (bkash+Nagad Personal)
গ্রুপ লিংক
১. ফিজিক্স গ্রুপ :
  / ftcycle01physics26  
২. কেমিস্ট্রি গ্রুপ
  / ftcycle01chemistry26  
৩. ম্যাথ গ্রুপ:
  / ftcycle01math26  
৪. বায়োলজি গ্রুপ:
  / ftcycle01biology26  
ভর্তি ফর্ম লিংক
https://bit.ly/4dIgUx0

#collegeselection #fahadsir #fahadstutorial #collegeguideline #hsc

posted by nevericu5r