Rock YouTube channel with real views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

সিম কার্ডে থাকে সোনা এবার তা বের করার উপায় খুঁজে পেলেন গবেষকরা সিমকার্ড থেকে গোল্ড উৎপাদন

Follow
Archimedes Channel

@MakeGold    / archimedeschannel  
সিম কার্ডে থাকে সোনা, এবার তা বের করার উপায় খুঁজে পেলেন গবেষকরা সিমকার্ড থেকে গোল্ড উৎপাদন
সিম কার্ডে কেন সোনা ব্যবহৃত হয়?
হ্যাঁ, সিম কার্ড না থাকলে ফোন থেকে আপনি কলই করতে পারবেন না। এহেন সিম কার্ড সম্পর্কেই একটা তথ্য জানলে আপনার চক্ষু চড়কবৃক্ষে উঠবে! জানেন কি, সিম কার্ডে সোনা (Gold) রয়েছে। এক ফোঁটাও হেঁয়ালি করছি না। সত্যিই সিম কার্ড তৈরি করতে সোনা ব্যবহৃত গয়। আসলে সিম কার্ডে সোনার একটি স্তর প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়। আর সেই সিম কার্ড খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে ব্যবহৃত সোনাও নষ্ট হয়ে যায়। সিম কার্ড নষ্ট হয়ে গেলে তার মধ্যে থাকা সোনা ব্যবহার করার উপায় থাকে না। তার কারণ, সিম কার্ড আলাদা করার কোনও রিসাইক্লিং (Recycling) প্রক্রিয়া নেই। তাই, তা ইবর্জ্য (EWaste) ল্যান্ডফিলে রূপান্তরিত হয়।

posted by Kleosincd