How to get free YouTube subscribers, likes and views?
Get Free YouTube Subscribers, Views and Likes

মহিলাদের হাতের কাজটা খালি দেখুন || একদিনেই ঘুরে আসতে পারেন || PUTUL GRAM || NATUN GRAM || WOODEN ART

Follow
GHURTE JABO

এই পুতুল গ্রাম ( PUTUL GRAM ) একদিন বেড়াবার জন্য দারুন জায়গা। একদিনে গিয়ে গ্রাম দেখে ফিরেও আসা যেতে পারে। তবে যদি মনের মানুষকে সঙ্গে নিয়ে যান বা অনেক বন্ধুবান্ধব একসাথে যান, তাহলে গেস্ট হাউসটিতে থেকে একটা রাত কাটিয়েও আসতে পারেন। কারণ এতো সবুজের মাঝে এতো নিরিবিলি জায়গা খুব কমই পাওয়া যায়। যেদিন যাবেন সেদিন পুতুল গ্রামটা ঘুরে নিয়ে রাতটা গেস্টহাউসে কাটিয়ে পরেরদিন ভোরবেলা কাঠিয়াবাবার তপোবন আশ্রমটি দেখে নিয়ে একটু বেলা করে বেরিয়ে বাড়ি ফিরে আসুন। আর জনপ্রতি খরচও খুব বেশি না। জনপ্রতি মাত্র ১২০০ টাকার বিনিময়ে সারাদিনের থাকা খাওয়া।

পথনির্দেশ : হাওড়া থেকে কাটোয়া লোকালে করে অগ্রদ্বীপ স্টেশন এ নামতে হবে। সময় লাগবে ২ ঘন্টা ৪০ মিনিট। ওখান থেকে টোটো কে বলতে হবে নতুন গ্রাম বা পুতুল গ্রাম যাবো। ভাড়া জনপ্রতি ১০ টাকা।

#natungram
#putulgram
#doll_village

posted by anactiday64