A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

ফিরিয়ে দাও | Firiye Dao - Miles | Bangla Lyrics by Tahsin Rt | 2022

Follow
Tahsin Rt

গানের লিরিক্স সম্ভার

MILES 

ফিরিয়ে দাও | Firiye Dao Miles | Lyrics

#Song: Phiriye Dao 

#Vocal: Shafin Ahmed 

#Album: Prottasha (1993) 

#Lyrics  


নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..


ফিরিয়ে দাও আমারই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

আমার হৃদয়জুড়ে শুধু তুমি ছিলে..
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও আমারই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

অকারণ অভিমানে
তুমি চলে যেও না..
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও আমারই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

@MILES

posted by branjivuna